Art & Creative Studies
Art & Creative Studies
শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা : মানুষ সৌন্দর্যের পূজারী। সৌন্দর্যবোধ মানুষের সহজাত প্রবৃদ্ধি। আর এই সৌন্দর্যকে সহজেই দৃষ্টিনন্দিত ও আকর্ষণীয় রুপে তুলে ধরতে পারে এই কোর্সের ছাত্রীরা। এই কোর্সের ছাত্রীরা হিস্ট্রি অব আর্ট, আর্ট এলিমেন্টস এন্ড আর্ট প্রিন্সিপল, আর্ট অব সাউথ এশিয়া, টেক্সটাইল প্রিন্টিং, রিক্রিয়েশনাল ক্রাফটস, আর্ট এন্ড আর্টিস্ট অব বাংলাদেশ, জুট এন্ড উড ক্রাফট, এসেন্স অব ডিজাইন, আর্ট অব উইভিং, পটারি মেকিং, ইন্টেরিয়র ডিজাইন, ক্রিয়েটিভ আর্ট, আর্ট অব জুয়েলারী, আর্ট এন্ড ট্রেডিশনাল কালচার অব বাংলাদেশ, ল্যান্ডস্ক্যাপ ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করে সহজেই কর্মক্ষেত্রে শিল্পের নৈসর্গিক সৌন্দর্যের মাধ্যমে নিজের দক্ষতাকে ফুটিয়ে তুলতে পারে।