ভিশন ২০২১ কে সামনে রেখে বতমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সকল ক্ষেত্রেতথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আমূল পরিবর্তন এনেছে। উন্নত, আধুনিক ও যুগোপযোগী শিক্ষার অন্যতম বাহন হলো তথ্য প্রযুক্তি । প্রতিটি বিষয়ের সহজ ওমুগ্ধকর উপস্থাপন করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার আর্শীবাদ হিসেবে দেখাদিয়েছে। ডিজিটাল বাংলাদেশ গঠনের ধারাবাহিকতায় Bangladesh HomeEconomics কলেজ, ঢাকায় ইতোমধ্যেই হাতে নেওয়া হয়েছে নানাবিধ কার্যক্রম।শিক্ষক, প্রশিক্ষণার্থী ও ছাত্র-ছাত্রীদের যথাযথ সার্ভিস প্রধানের লক্ষ্যে ক্যাম্পাসে ওয়াই-ফাই সুবিধা, এতে করে শিক্ষা ক্ষেত্রে ছাত্র-শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ থাকবে। কলেজের যাবতীয় নোটিশ, সিলেবাস, অভ্যন্তরীণ পরীক্ষার রুটিন, বইয়ের তালিকা, একাডেমিক ক্যালেন্ডার, শিক্ষকপরিচিতি, কর্মচারী পরিচিতি, ছাত্র-ছাত্রী পরিচিতি, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ভর্তিসংক্রান্ত তথ্য এবং কলেজের ইতিহাস ও ভৌত কাঠামো ইত্যাদি বিবিধ বিষয়ের তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছাতেই আমাদের এই প্রয়াস। এর মাধ্যমে খুব শ্রীঘ্রই আধুনিক ও যূগোপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী।