গার্হস্থ্য অর্থনীতিতে ২০০২-২০০৩ সেশন থেকে ৩২০০ মার্কস এর ৪ বত্সরের অনার্স কোর্স চালু হয়েছে
বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের বিশেষত্ব
১. বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প এবং MPO ভূক্ত কলেজ।
২. ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট এলাকায় নিজস্ব ৭ তলা ভবনে বতমান কার্যক্রম পরিচালিত হয়।
৩. রায়ের বাজারে শিকদার মেডিকেল কলেজ সংলগ্ন নিজস্ব জমিতে কলেজের আধুনিক ২য় ভবন নির্মান প্রক্রিয়াধীন রয়েছে
৪. প্রতিবছর সম্মিলিত মেধতালিকায় বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রতি বিভাগ ছাত্রীরা শীর্ষস্থান অর্জন করেন ।
৫. মেধাবী ছাত্রীদের কলেজ হতে হারুন কাদের ম.ইউসুফ বৃত্তি প্রদান করা হয় ।
৬. চেয়ারম্যানস অ্যাওয়ার্ড দেয়া হয় ।
৭. নিয়মিত ক্লাস লেকচার,পরীক্ষা,মনিটরিং, পর্যালোচনা ও দুর্বল ছাত্রীদের পৃথক ক্লাসের ব্যবস্থা রয়েছে
৮. নিয়মিত টিউটোরিয়াল, ইনকোর্স এবং মডেল টেস্ট নেয়ার ব্যবস্থা রয়েছে ।
৯. অ্যাসাইনমেন্ট তৈরীর ব্যবস্থা রয়েছে ।
১০. বিষয় সম্পর্কিত ইন্টার্ণশীপের ব্যবস্থা করা এবং পরবর্তী কর্মজীবন গঠনে নির্দেশনা ও সহায়তা প্রদান করা হয় ।
১১. ছাত্রীদের সার্বিক অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষন করা হয় এবং ছাত্রী, অভিভাবক শিক্ষক এই ত্রি-পক্ষীয় বৈঠকে পর্যালোচনার মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় ।
১২. কর্মক্ষেত্রে এবং বাস্তব জীবনে ছাত্রীদের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি তাদের সেমিনার, প্রদর্শনী, সামাজিক কার্যক্রম, শিল্পকলা, হস্তশিল্প, সঙ্গীত ও খেলাধুলা ইত্যাদিতে নিয়োজিত করা হয় । উল্লেখ্য যে, বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় প্রতিযোগিতা যেমন,জাতীয় পুষ্টি সপ্তাহে এই কলেজের ছাত্রীরা শ্রেষ্ঠে পুরস্কার লাভের গৌরব অর্জন করে ।
১৩. নিবেদিতপ্রাণ ও উদ্যোগী শিক্ষক মন্ডলী দ্বারা কলেজটি পরিচালিত হচ্ছে । উচ্চমানসম্পন্ন শিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের অভিজ্ঞ অধ্যাপকবৃন্দ কলেজটিতে পাঠদান করেন ।
সুযোগ সুবিধা
১. প্রতিটি বিভাগের নিজস্ব বৈজ্ঞানিক যন্তপাতি ও সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক ল্যাবরেটরী ।
২. পাঠদানের আধুনিক পদ্ধতির অংশ হিসাবে ওভারহেড প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের ব্যাবস্থা ।
৩. অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীদের Half free ও Full free করা হয়
৪. মেধার ভিত্তিতেWeber দেওয়া হয় ।
৫. বি, এসসি অনার্স, বি.এসসি পাস ও এম.এস চূড়ান্ত পরীক্ষাসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও কলাভবনে অনুষ্ঠিত হয়।
৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সার্বিক তত্তাবধানে অনুমতি সিলেবাস সহ সকল পরিচালিত হয় |
৭. কলেজ সংলগ্ন হোস্টেলে থাকার ব্যবস্থা |
৮. উপজাতিদের পৃথকসুবিধা দেওয়া হয় |
৯. পাঠদানে শিক্ষকদের বিশেষ সহযোগীতার কারনে ছাত্রীদের প্রাইভেট পড়তে হয় না।
১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে মাধ্যমে ছাত্রীরা সার্টিফিকেট গ্রহন করে |
১১. কলেজ ক্যাম্পাসে ক্যান্টিনের সুব্যবস্থা রয়েছে।
বিঃদ্র : বি.এস সি (সম্মান) কোর্সের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের অধীনে অনুষ্ঠিত হয় । তবে পাস কোর্স এবং প্রিলিমিনারী কোর্সের ভর্তি কলেজের নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে ।