বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে মেয়েদের উচ্চশিক্ষার প্রসারে কর্মক্ষেত্রে এবং বাস্তব জীবনে ছাত্রীদের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৬ সালে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সার্বিক তত্ত্বাবধানে অনুমোদিত সিলেবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ আইন অনুযায়ী সকল একাডেমিক ও প্রশাসনিক কাজ পরিচালিত হয়। শুধু তাই নয়, নিয়মিত ক্লাস লেকচার, পরিক্ষা মনিটরিং, পর্যালোচনা ও দুর্বল ছাত্রীদের পৃথক ক্লাসের ব্যাবস্থার পাশাপাশি বার্ষিক পরিক্ষায় ভালো ফলাফলের জন্য রয়েছে বৃত্তি প্রদানের ব্যাবস্থা। ইতোমধ্যে এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্যাচ সফলতার সাথে বি.এসসি.(সম্মান) এবং মাস্টার্স কোর্স সম্পন্ন করে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্যতা ও সুনামের সাথে কর্মরত আছে।