রিসোর্স ম্যানেজমেন্ট এন্ড এন্ট্রেপ্রেনরশিপ : এই কোর্সের অন্তর্ভূক্ত বিভিন্ন বিষয় অধ্যয়নের মাধ্যমে সহজেই একজন ছাত্রী নিজেজে দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারে। এই কোর্সের অন্তর্ভূক্ত বিষয় গুলো হল- ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, ফিলোসফি অব ম্যানেজমেন্ট এন্ড এন্ট্রেপেনরশিপ, কনজাম্পশন ইকোনোমিক্স, ডিজাইন এন্ড ইন্টেরিয়র ডেকোরেটর, ইন্সটিটিউশনাল মীল্ ম্যানেজমেন্ট, হোম ম্যানেজমেন্ট রেসিডেন্স কোর্স, হাউজিং এন্ড ল্যান্ডস্কেপিং, স্মল বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাডভান্সড হাউজহোল্ড ইকুপমেন্ট, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এন্ট্রেপ্রেণরশিপ, কনজিউমার বিহেভিয়ার এন্ড এডুকেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইকোলজিক্যাল আসপেক্ট অব হোম ম্যানেজমেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর বেটার লিভিং ইত্যাদি। এই বিষয়ক জ্ঞান অর্জন করে ছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কর্মরত আছে।